ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খায়রুল কবির খোকন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, নভেম্বর ২৮, ২০১৯
খায়রুল কবির খোকন আটক

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাইকোর্টের গেট থেকে খায়রুল কবির খোকনকে আটক করা হয়।

বিএনপির এ নেতার স্ত্রী শিরিন সুলতানা বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম।

গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে আমার কিছু জানা নেই।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, খায়রুল কবির খোকনকে হাইকোর্টের সামনে থেকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি ইতোমধ্যে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খায়রুল কবিরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। বিষয়টি ডিবি পুলিশ দেখবে।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯/ আপডেট: ১২৩০ ঘণ্টা
এমএইচ/ এইচএডি/পিএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।