bangla news

মূল্যের কারসাজির সঙ্গে জড়িত হোতাদের গ্রেফতারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১১-২২ ১১:৫৬:৫৬ এএম
সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা।  ছবি: শাকিল আহমেদ

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: চাল-ডাল-পেয়াজসহ নিত্যপণ্যের দাম কমানো ও মূল্যের কারসাজির সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, ইমরান হাবিব নোমান, জুলফিকার আলী, প্রকৌশলী শম্পা বসু, খালেকুজ্জামান লিপন প্রমুখ। 

সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন অভিমুখে যাত্রা করে। 

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। দ্রব্য মূল্যের সিন্ডিকেটের মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা লুট করে নেওয়া হয়েছে। পেঁয়াজের দাম যখন বেশি ছিল তখন মন্ত্রীরা দাম নিয়ন্ত্রণ না করে পেঁয়াজ ছাড়া তরকারি খেতে ফর্মুলা দিয়েছেন। তাই অবিলম্বে মূল্যের কারসাজির সঙ্গে জড়িত হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আরকেআর/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-11-22 11:56:56