ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বাসদে অনিয়মের বিরুদ্ধে কথা বললেই শ্রেণীশত্রু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০
‘বাসদে অনিয়মের বিরুদ্ধে কথা বললেই শ্রেণীশত্রু’

ঢাকা: নিজ দলের প্রতি বিষোদগার করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটি থেকে সদ্য পদত্যাগকারী দুই সদস্য আব্দুল্লাহ সরকার ও সাইফুর রহমান তপন।

তারা অভিযোগ করেছেন, অনিয়মের বিরুদ্ধে মুখ খুললেই শ্রেণীশত্রু আখ্যা দিয়ে দল থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়।



২৮ মার্চ ২০১০ আব্দুল্লাহ সরকার ও ৩০ জুন ২০১০ সাইফুর রহমান তপন বাসদের কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ  করেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে নিজ দল বাসদের বিভিন্ন অনিয়ম, দুর্বলতা ও ব্যর্থতার কথা তুলে ধরেন তারা।

সাবেক সাংসদ ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ সরকার লিখিত বক্তব্যে বলেন, ‘দলের বয়স ৩০ বছর হলেও মার্কস ও লেনিনবাদের পরিবর্তে ভারতের সোসালিস্ট ইউনিটি সেন্টার (কমিউনিস্ট) উপর দলটিকে নির্ভরশীল করে রাখা হয়েছে। তারা (কেন্দ্রীয় কমিটি) বিপ্লবীদের জন্য উপযুক্ত কর্মপদ্ধতির পরিবর্তে দলকে এডহক পদ্ধতিতে পরিচালনা করছে। ’

কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে নানা অস্বচ্ছতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘দলের তহবিল গড়ে তোলার ব্যাপারে কেন্দ্রীয় কমিটির মতামত না নিয়ে দলের সাধারণ সম্পাদক (খালেকুজ্জামান) নানা অস্বচ্ছ পন্থা অবলম্বন করছেন।

‘দলের বর্তমান অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদেরকে শ্রেণীশত্রু আখ্যা দিয়ে দল থেকে অব্যহতি ও বহিষ্কার করা হচ্ছে। ’

নর-নারীর সম্পর্ক নিয়ে দলের অভ্যন্তরে ব্যাপক আলোচনা চালিয়ে পরিস্কার কোনো বক্তব্য তৈরি না করে অবৈজ্ঞানিক ও স্ববিরোধী চিন্তা অনুসরণ  করা হচ্ছে বলেও অভিযোগ করেন বাসদের এই নেতা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।