ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাদেক হোসেন খোকার দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
সাদেক হোসেন খোকার দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসময় খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন উপস্থিত মুসল্লিদের কাছে তার বাবার মাগফেরাতের জন্য দোয়া চান।

দোয়া মাহফিল পরিচালনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম।

দোয়া মাহফিলে বিএনপি, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ রাজধানীর কয়েক হাজার সাধারণ মানুষ খোকার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে শরিক হন।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, জাতীয় পার্টি (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ এমপি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।  

সাদেক হোসেন খোকা গত ৪ নভেম্বর নিউইয়র্কে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭ নভেম্বর সকালে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় পাঁচ দফা জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad