ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
জনবিচ্ছিন্ন হয়ে গেছে বিএনপি: কৃষিমন্ত্রী বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আপনাদের পায়ের নীচে মাটি নেই। জনবিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদের দলটি। যদি জনগণ আপনাদের পাশে থাকতো তাহলে আপনাদের আন্দোলন সফল হতো। আপনাদের আন্দোলনে এখন আর জনগণ আসে না। 

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে।

অপরদিকে, খালেদা জিয়া দেশ শাসনের নামে এতিমের টাকা চুরি করে খেয়েছেন। বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন।

কৃষিমন্ত্রী বলেন, কারাবন্দি খালেদা জিয়া জামিন পাবেন কিনা তা আদালতের বিষয়। বিএনপির কিছু নেতা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার জনগণ সে সুযোগ দেবে না। তার সুচিকিৎসার কোনো কমতি নেই। বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে তাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।  

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, ছোট মনির এমপি প্রমুখ।  

এতে আরও উপস্থিত ছিলেন জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলা সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি।  

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad