ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

গোপালগঞ্জে ছাত্রলীগের কমিটি থেকে ১৬ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
গোপালগঞ্জে ছাত্রলীগের কমিটি থেকে ১৬ নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের সদর উপজেলা সভাপতি মো. শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলা শাখার বিবাহিত ও চাকরীজীবী ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই ১৬টি পদ শুন্য ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন জানিয়েছেন, অব্যাহতি দেওয়া নেতারা সব সময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তাই তাদের সম্মানের কথা বিবেচনা করে প্রেস বিজ্ঞাপ্তিতে নাম প্রকাশ করা হয়নি।

তিনি আরও জানান, শুন্যপদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫৮, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।