ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হাতিয়া আ'লীগের সভাপতি আলী, সম্পাদক মহিউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
হাতিয়া আ'লীগের সভাপতি আলী, সম্পাদক মহিউদ্দিন

নোয়াখালী: দীর্ঘ ১৬ বছর পর ঐক্যবদ্ধ হাতিয়া গড়ার আহ্বানে নোয়াখালীর এ দ্বীপ উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে সভাপতি এবং চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।                   

এরআগে, বেলা ১১টার দিকে হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার পর পায়রা উড়িয়ে সম্মেলনে উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য এস এম কামাল হোসেন এবং জেলা আওয়ামী লীগ নেতারা।

পরে সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ওয়ালী উল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবি মোস্তফা ইকবাল প্রমুখ।  

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেফায়েত উল্যা, সাংগঠনিক  সম্পাদক হুমায়ুন কবির বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিন উদ্দিন মুহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু, সম্পপাদ এটিএম সিরাজ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আল আমিনসহ বিভিন্নস্থরের নেতারা।

সম্মেলনে বক্তারা বলেন, পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে হাতিয়া উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা দ্বীপের সাধারণ মানুষ। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নদী ভাঙন ও বিদ্যুৎ সমস্যা অচিরেই সমাধান হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।