ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক সভাপতি তুহিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
সাতক্ষীরা পৌর যুবলীগের সাবেক সভাপতি তুহিন গ্রেফতার তুহিনুর রহমান তুহিন

সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর যুবলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি তুহিনুর রহমান তুহিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম তাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, তুহিন শহরের সংগ্রাম টাওয়ারে জেন্টস পার্লারের নামে অবৈধ কার্যকলাপের কেন্দ্র গড়ে তুলেছিলেন।

তার বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রয়েছে। কিছুদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে আটক করে পুলিশ। হোটেলটি পরিচালনা করেন যুবলীগ মাহি গ্রুপের পৌর শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন। ওইদিন রাতেই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।