ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেখ রাসেলের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
শেখ রাসেলের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ঢাকা: বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী করস্থানে রাসেলের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু। সে সময় বাদ যায়নি শেখ রাসেলও। শ্রদ্ধা জানানো শেষে রাসেলসহ ১৫ই আগস্টে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

আওয়ামী লীগের পর শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়- কৃষক লীগ, তাঁতি লীগ, মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।  
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসই/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।