bangla news

বরিশালে বিএনপির পর্যবেক্ষণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১৬ ৩:৩৬:০৯ পিএম
সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি: বাংলানিউজ

সভায় বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি: বাংলানিউজ

বরিশাল: কারাবন্দি বিএনপির চেয়ারপাসরন খালেদা জিয়ার মুক্তির নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশাল মহানগরসহ বিভাগের ৬ জেলায় দলের প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির হাল নগাদ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় বরিশালের সদররোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন।

সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ্, হায়দাল আলি খান লেলিন, নুরুল ইসলাম নয়ন, কাজী রওনুকুল ইসলাম রনকসহ বরিশাল বিভাগের ৬ জেলার সভাপতি-সম্পাদকসহ নেতারা।

সভার শুরুতে প্রধান অতিথি যুগ্ম-মহাসচিব খাইরুল কবীর খোকন বলেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে সব সদস্য সংখ্যা কত? তা স্থানীয়ভাবে চিহ্নিত করার জন্য কাজ করা হচ্ছে। এই কর্মসূচি আমাদের ২০১৭ সালের হলেও, বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার কারণে তখন আমাদের এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

এ সময় তিনি বরিশাল মহানগরসহ বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থরের সব ইউনিট সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বিএনপি বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-16 15:36:09