ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট: ডা. মুরাদ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
বিএনপি-জামায়াত পাকিস্তানের এজেন্ট: ডা. মুরাদ

সাভার (ঢাকা): বিএনপি ও জামায়াত হলো পাকিস্তানের এজেন্ট, তাই দেশের মানুষ তাদের প্রত্যাখান করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শনিবার (১২ অক্টোবর) বিকালে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

ডা. মুরাদ হাসান বলেন, বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিলো।

এই ক্যাসিনো ব্যবসার লাইসেন্স দিয়েছিলো বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান এবং মির্জা আব্বাস। জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলো। বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। সুতরাং দুর্নীতিবাজরা কেউ এ অভিযান থেকে রক্ষা পাবেনা।

সিনেমা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলা সিনেমার ব্যবসা এখন নাই, তাই দেশে ভালো-ভালো ছবি নির্মাণ করতে সরকার চেষ্টা করছেন।

পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।