ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আন্দোলন করলে কঠোরভাবে দমন: হানিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১০

ঢাকা: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো কিংবা কোকো-তারেককে বাঁচাতে বিরোধী দল আন্দোলন করলে তা কঠোরভাবে দমন করা হবে। ’

শনিবার বিকেলে রাজধানীর অফিসার্স কাব মিলনায়তনে ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপকল্প-২০১০ বাস্তবায়নে এলামনাইদের ভূমিকা’ শীর্ষক ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

 

তবে  বিরোধী দল দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন করলে ক্ষমতাসীনদের কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি-জামায়াত জোট মতায় থাকাকালে দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে অভিযোগ করে হানিফ বলেন, ‘প্রশাসনকে তারা তাদের মত করে ব্যবহার করেছে। ’

বিনা অপরাধে বিএনপি নেতারা কারাগারে আছেন বলে খালেদা জিয়া সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে হানিফ বলেন, ‘আপনি (খালেদা) বলুন যে, আপনার দলের কোন্ নেতা বিনা অপরাধে জেলে আছেন। বিএনপি মতায় থাকতে তাদের তত্ত্বাবধানে জঙ্গিবাদের উত্থান ঘটে। এ ধরণের মামলায় আাপনার দলের নেতারা জড়িত ছিল। তাই তারা জেলে। ’

ইসলামিক ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশন সভাপতি শাজাহান আলম সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরে আলম সিদ্দিকী জিকু, মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় জোয়ার্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।