bangla news

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-১১ ৮:০৬:৩৫ এএম
প্রতীকী

প্রতীকী

ফেনী: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে। 

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে যায়, মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার সঙ্গে কারও বিরোধের কথা জানা নেই। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসএইচডি/ওএইচ/

ক্লিক করুন, আরো পড়ুন :   কুপিয়ে হত্যা ফেনী যুবলীগ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-11 08:06:35