bangla news

ফাহাদ হত্যার বিচার দাবিতে বাসদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৯ ৯:৩৪:১৮ পিএম
মানববন্ধন, ছবি: বাংলানিউজ

মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বুধবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন-নগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল ও ইমরান হাবিব রুমন প্রমুখ।

বক্তারা বলেন, দর্ঘীদিন যাবৎ বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ হল দখল করে প্রশাসনের নাকের ঢগায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। হলে হলে টর্চার সেল বানিয়েছে। ক্যাম্পাসকে তেলবাজি- টেন্ডারবাজি ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। বুয়েট প্রশাসন এ সব অপকর্ম বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে ফাহাদের মতো একজন মেধাবী শিক্ষার্থীকে প্রাণ দিতে হয়েছে।

এসময় বাসদ নেতারা ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ঐক্যবদ্ধ আন্দেলনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-09 21:34:18