bangla news

২ ঘণ্টার ব্যবধানে সংবাদ সম্মেলন বাতিল বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১০-০৮ ৯:৩০:১০ পিএম
বিএনপির লোগো

বিএনপির লোগো

ঢাকা: মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বুধবার (০৯ অক্টোবর) দুপুরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলন বাতিল করেছে বিএনপি।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথমে বলেন,  বুধবার (০৯ অক্টোবর) দুপুর ১২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন স্থায়ী কমিটির সদস্যরা। এর কিছুক্ষণ পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বাংলানিউজকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

পরে রাত পৌনে ৯টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে সংবাদ সম্মেলন বাতিল বলে দুঃখ প্রকাশ করা হয়। একইসঙ্গে শামসুদ্দিন দিদারও জানান সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোনে বাংলানিউজকে বলেন, কেন ডাকা হলো আবার কেন বাতিল করা হয়েছে, তা জানি না। তবে দুটো মেসেজই আমিও পেয়েছি।

স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলানিউজকে বলেন,  আমি জানি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। তবে বাতিল হয়েছে, সেটা জানি না। এখন শুনলাম। খোঁজ নেব।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএইচ/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   রাজনীতি বিএনপি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-10-08 21:30:10