ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বগুড়ায় বঙ্গবন্ধুর পোস্টার ছেঁড়া মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

টি এম মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১০

বগুড়া: বগুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ছেঁড়ার অভিযোগে আজ শনিবার হারুনার রশিদ টুলু (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি বগুড়া সদরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

 
 
গ্রেপ্তারকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘বঙ্গবন্ধুর পোস্টার ছেঁড়া মামলার আসামিকে দুপুর দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। ’

সদর থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক রেজাউল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘দুপুর ২টার দিকে হারুনার রশিদকে থানায় সোপর্দ করা হয়েছে। ’

উল্লেখ্য, গত ২০ আগস্ট বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বাদী হয়ে এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়ধ: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad