ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আজমিরীগঞ্জে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
আজমিরীগঞ্জে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রিভলভার ও গুলিসহ সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।  

শাহজাহান ওই উপজেলার নোয়াগড় গ্রামের বাসিন্দা ও জলসুখা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিংরী নদীর ব্রিজের পাশে অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে অস্ত্রসহ তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এমআরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।