ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্যই শুদ্ধি অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্যই শুদ্ধি অভিযান

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশ ও জনবিরোধী সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার নির্দেশেই দলের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা শুরু হয়েছে। এ বিষয়ে তিনি কখনো পিছপা হননি। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে নিজেদের থেকেই আমরা শুদ্ধি অভিযান শুরু করেছি।

শনিবার (২১ সেপ্টেম্বর) মেহেরপুরের সীমান্তবর্তী কাজিপুরে বধ্যভূমি সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে চলমান শুদ্ধি অভিযান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী ৮ বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে।

যা সংরক্ষের জন্য ১৫ লাখ টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণ করেছে এলজিইডি।

বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নামফলক উন্মোচন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আতাউল গনি, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকসহ এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ।  

পরে কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ডিগ্রি কলেজ মাঠের গণ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- গাংনী উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহীম শাহিন, সাবেক মেয়র আহমেদ আলী, কাজিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।