bangla news

লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-২১ ৪:৪২:২২ পিএম
যুবলীগের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

যুবলীগের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা শামছুজ্জামান দুদুকে গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবলীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ করেন। পরে, সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। 

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবদুল জব্বার লাভলু, রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল, কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পি,  যুবলীগ নেতা শেখ হারুন ও ওমর ফারুক সাগরসহ অন্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এই হুমকিদাতা বিএনপি নেতা শামছুজ্জামান দুদুকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এসআর/একে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-21 16:42:22