bangla news

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চলছে আলোচনাসভা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ৫:১২:১৩ পিএম
বিএনপির আলোচনাসভার মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

বিএনপির আলোচনাসভার মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে চলছে আলোচনাসভা। 

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

অন্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা। 

সভায় যোগ দিয়েছেন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাও। এদের মধ্যে রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুর রকিব, এনপিপি চেয়ারম্যান ড.  ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, পিপলস লীগের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ ।  

তবে দেখা যায়নি এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে। 

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এমএইচ/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-09-01 17:12:13