ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘জয় বাংলা’ নামে ম্যাগাজিন বের করছে ছাত্রলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
‘জয় বাংলা’ নামে ম্যাগাজিন বের করছে ছাত্রলীগ

ঢাকা: ‘জয় বাংলা’ নামে মাসিক ম্যাগাজিন বের করতে যাচ্ছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। ‘রক্তাক্ত আগস্ট’ শিরোনামে বিশেষ সংখ্যা দিয়ে আত্মপ্রকাশ করবে ম্যাগাজিনটি। 

আগামী ৩১ আগস্ট আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের এ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করবেন।
 
দলীয় সূত্র বলছে, এটি-ই ছাত্রলীগের নিজস্ব ম্যাগাজিন হবে।

ছাত্রলীগের নিজস্ব নিউজ পোর্টাল, BSL News প্রকাশনা থেকে এটি প্রকাশিত হতে যাচ্ছে। ‘জয় বাংলা’ ম্যাগাজিনে নিয়মিত থাকবে ছাত্রলীগের কর্মী, সাবেক ও বর্তমান নেতা এবং দেশ-বিদেশের স্বনামধন্য কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের লেখা এবং সাহিত্যকর্ম।

এ ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করবেন।  ছাত্রলীগের প্রচার সম্পাদক শফিকুল আলম রেজা এ ম্যাগাজিনটির প্রকাশক।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।