ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দুই দলের সমঝোতা না হলে সমস্যার সমাধান হবে না: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
দুই দলের সমঝোতা না হলে সমস্যার সমাধান হবে না: মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দেশের বড় দুই রাজনৈতিক দলের মধ্যে যতোদিন সমঝোতা না হবে ততোদিন জনগণের সমস্যার সমাধান হবে না। ’

শুক্রবার বিকেলে রাজধানীর এক হোটেলে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ  আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।



বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশে আরও অনিশ্চয়তা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সভাপতি আনহ আখতার হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তৃতা করেন।

মওদুদ বলেন, ‘জনগণের সমস্যা সমাধান না করে সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। তারা বিরোধীদলের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের কাছে এ  ধরনের আচরণ আশা করা যায় না। ’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকার রমজান মাসে অন্তত সংযমের পরিচয় দেবে। কিন্তু তারা একদিকে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। অন্যদিকে যুব ও ছাত্র সংগঠন দিয়ে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। ’

সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে দেশে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মওদুদ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad