bangla news

প্রবাসীর ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৯ ১:০৬:০৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেট: সিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টে তিন প্রবাসীর ওপর হামলার ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৯ আগস্ট) ভোরে সুনামগঞ্জের আলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দু'জন হলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দাস গ্রুপের সদস্য ও জেলা ছাত্রলীগ কর্মী দিপু রায় (২২) ও সাগর তালুকদার রানা (২১)। দিপু নগরের দাড়িয়াপাড়ার মেঘনা বি-৫৯ নম্বর বাসার দেবেশ রায়ের ছেলে এবং সাগর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাংগাবদপুর গ্রামের সজল তালুকদারের ছেলে। 

সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইবায়দুল্লাহ বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে মাতাল অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু'জনের মধ্যে দিপু মামলার এজাহারভুক্ত আসামি এবং সাগর অজ্ঞাতদের একজন। 

গত ৬ আগস্ট রাতে পাঁচ ভাই রেস্টুরেন্টে তিন যুক্তরাজ্য প্রবাসীর ওপর হামলা করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনায় পরদিন ৭ আগস্ট ওই প্রবাসীদের চাচাতো ভাই মাে. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ  মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। 

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এনইউ/আরআইএস/
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-19 13:06:08