bangla news

আ’লী‌গের দু’গ্রু‌পে সংঘ‌র্ষে গু‌লি‌বিদ্ধসহ আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৮ ৬:১৪:৪৭ পিএম
ম্যাপ-সাতক্ষীরা

ম্যাপ-সাতক্ষীরা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগ‌রে আওয়ামী লী‌গের দু’গ্রু‌পের সংঘ‌র্ষে পাঁচজন গু‌লি‌বিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হ‌য়ে‌ছে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বু‌লেট নি‌ক্ষেপ ক‌রে।

রোববার (১৮ আগস্ট) দুপুর ২টার দি‌কে উপ‌জেলার বংশীপুর বাসস্ট্যা‌ন্ডে ঈশ্বরীপর ইউ‌পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি শোকর আলী এবং উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক ও সদ্য আওয়ামী লী‌গে যোগদানকারী নেতা সা‌দেকুর রহমান সা‌দে‌মের সমর্থকদের ম‌ধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে। 

আহত‌দের ম‌ধ্যে আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আ‌লিম, আবু সাইদ, নুর মোহাম্মদ, আবদুল বা‌রেক, আওসাফুর, স‌ফিকুল ও শাহ আল‌মের নাম জানা গে‌ছে। 

এদের ম‌ধ্যে গু‌লি‌বিদ্ধ আক্তার আলী, আব্দুস সালাম, আব্দুল আ‌লিম, আবু সাইদ, নুর মোহাম্মদ‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

স্থানীয়রা জানান, ভো‌রে ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি শোকর আলীর সমর্থক আব্দুল আ‌লিম সাদেকুর রহমা‌নের সমর্থক আসমত‌কে মারধর ক‌রে। এঘটনার পরিপ্রে‌ক্ষি‌তে দুপু‌রে উভয়পক্ষের সমর্থকরা লা‌ঠি‌সোটা নি‌য়ে বংশীপুর বাসস্ট্যা‌ন্ডে অবস্থান নেয়। প‌রে একপক্ষ অপরপক্ষ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ কর‌লে তা‌দের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ধে। প্রায় দু’ঘণ্টা ধ‌রে চলা এ সংঘ‌র্ষে উভয়প‌ক্ষের অন্তত ৩০ জন আহত হ‌য়ে‌ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আনিসুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, এখন প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্র‌ণে র‌য়ে‌ছে। 

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-18 18:14:47