ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

মহাজোটের সঙ্গে আরও সাড়ে ৮ বছর ক্ষমতায় থাকতে চান এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
মহাজোটের সঙ্গে আরও সাড়ে ৮ বছর ক্ষমতায় থাকতে চান এরশাদ

ঢাকা: মহাজোটের অংশ হিসেবে আরও সাড়ে ৮ বছর ক্ষমতায় থাকার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।



জাতীয় পার্টিতে সদ্য যোগ দেয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এন এম শফিকুর রহমানের সংবর্ধনা উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি এ সভার আয়োজন করে।

এরশাদ বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ আরও সাড়ে ৩ বছর বাকি রয়েছে। এরপর আগামী নির্বাচনে মহাজোট বিজয়ী হলে আরও ৫ বছর ক্ষমতায় থাকবে। সুতরাং রাজনীতিকে ইতি বলার সময় এখনো আসেনি। ’

নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দল যদি শক্তিশালী হয়, তাহলে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। ’

এরশাদ বলেন, রমজান হচ্ছে ফজিলতের মাস। এ মাসে গুণাহ্ মাফের ঘোষণা দিয়েছে আল্লাহ। কিন্তু বিভিন্নভাবে আমরা সে সুযোগ হাতছাড়া করছি। ইদানিং দেখা যাচ্ছে, রোজার চেয়ে ইফতারের মূল্য বেশি। ’

তিনি আরও বলেন, কেউ কেউ ইফতার মাহফিলকে রাজনৈতিক সমাবেশে পরিণত করেছে। ’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম। এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম হাবিব দুলাল, উপদেষ্টা বাদল খন্দকার, ভাইস-চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, শেরিফা কাদের, যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা,  সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।