ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

বিএনপি

ছাত্রদলের কাউন্সিলের পুনরায় তফসিল ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ছাত্রদলের কাউন্সিলের পুনরায় তফসিল ঘোষণা

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ষষ্ঠ কাউন্সিলের পুনরায় তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

মনোনয়নপত্র বিতরণ ১৭ ও ১৮ আগস্ট, মনোনয়নত্র জমা ১৯ ও ২০ আগস্ট। প্রার্থীতা যাচাই-বাছাই ২২ থেকে ২৬ আগস্ট। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৭ আগস্ট।

প্রার্থীদের আপত্তি গ্রহণ ২৮ আগস্ট। আপিল নিষ্পত্তি ২৯ ও ৩০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর। প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ১৪ সেপ্টেম্বর ভোটগ্রহণ।

উল্লেখ্য, গত ১৫ জুলাই এ কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিলুপ্ত কমিটির বিদ্রোহী গ্রুপের বিক্ষোভের মুখে হয়নি। পরে গত ০৬ আগস্ট বিলুপ্ত কমিটির বিদ্রোহী গ্রুপের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপে বৈঠকে সমঝোতা হয়। এরপর মঙ্গলবার পুনরায় এ তফসিল ঘোষণা করা হলো।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।