bangla news

নীলফামারীতে দুই ইউপি চেয়ারম্যানের জাপায় যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৩ ৭:৫৪:০১ পিএম
দুই ইউপি চেয়ারম্যানের জাপায় যোগদান, ছবি: বাংলানিউজ

দুই ইউপি চেয়ারম্যানের জাপায় যোগদান, ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন।

তারা হলেন-ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ও মারুফ হোসেন অন্তিক। 

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেলের হাতে ফুলের তোড়া দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।

এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেলের মাগুড়ার বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. রেজাউল আলম স্বপন। 

এসময় জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-13 19:54:01