bangla news

দেশজুড়ে জাকের পার্টির ৩ শতাধিক জামাত অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১২ ৩:৪৮:২৪ পিএম
জাকের পার্টির উদ্যোগে ঈদুল আজহার জামাত, ছবি: সংগৃহীত

জাকের পার্টির উদ্যোগে ঈদুল আজহার জামাত, ছবি: সংগৃহীত

ঢাকা: আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দেশজুড়ে জাকের পার্টির উদ্যোগে তিন শতাধিক ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১২ আগস্ট) সকালে ১০টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায় এসব জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জাকের পার্টির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাকের পার্টির প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঢাকায় বিশ্বওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ জামাতে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে বয়ানে কোরবানির মূল মর্মবাণী প্রতিধ্বনিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও অগ্রগতি, মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ব এবং শান্তিকামী বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-12 15:48:24