bangla news

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-০৭ ৬:১২:৫৬ পিএম
লিফলেট বিতরণ করছেন খায়রুল কবির খোকন। ছবি: বাংলানিউজ

লিফলেট বিতরণ করছেন খায়রুল কবির খোকন। ছবি: বাংলানিউজ

নরসিংদী: বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। স্বাস্থ্যমন্ত্রীরও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই ডেঙ্গু সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। ফলে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। 

বুধবার (০৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে  নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে ঘরে ঘরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শহরের বিভিন্নস্থানে স্প্রে করতে হবে। এ ক্ষেত্রেও পৌরসভাগুলো ব্যর্থ। মাশার ওষুধ দেওয়া হলেও মশা মরে না। ভেজাল ওষুধ ছিটিয়ে কোনো লাভ হবে না।

এরআগে, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গন থেকে লিফলেট বিতরণ শুরু করে।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর এলাহী, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কবির আহাম্মেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, আনোয়ার হোসেন আনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৬০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-07 18:12:56