bangla news

ডেঙ্গু প্রতিরোধে খুলনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-০৩ ২:১৪:৩০ পিএম
পরিচ্ছন্নতা অভিযান-লিফলেট বিতরণ কর্মসূচিতে খুলনা মহানগর-জেলা আওয়ামী লীগ। ছবি: বাংলানিউজ

পরিচ্ছন্নতা অভিযান-লিফলেট বিতরণ কর্মসূচিতে খুলনা মহানগর-জেলা আওয়ামী লীগ। ছবি: বাংলানিউজ

খুলনা: ডেঙ্গু প্রতিরোধে খুলনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।

শনিবার (০৩ আগস্ট) বেলা ১১টায় মহানগরীর ২৩ নং ওয়ার্ডের গোলকমণি পার্কে ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোল্লা জালাল উদ্দিন, অ্যাডভোকেট সুজিত অদিকারী, অ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অসিত বরণ বিশ্বাস, বি এম এ সালাম, কামরুজ্জামান জামাল,  অ্যাডভোকেট ফরিদ আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান, মফিদুল ইসলাম টুটুল, হাফেজ মো. শামিম, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শফিকুর রহমান পলাশ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

এদিকে দুপুরে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল মহানগরীর বড় বাজার এলাকায় লিফলেট বিতরণ করে।লিফলেট বিতরণে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজখুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম একরামুল হক হেলালের সভাপতিত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শাহীন, যুগ্ম-সম্পাদক মো. ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুন্তাসির আল মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০৩,  ২০১৯
এমআরএম/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   আওয়ামী লীগ খুলনা ডেঙ্গু
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-03 14:14:30