ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সামরিক শাসক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের সহযোগীদেরও বিচার করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০
সামরিক শাসক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের সহযোগীদেরও বিচার করতে হবে

ঢাকা: সামরিক শাসক ও অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচারের পাশাপাশি তাদের সহযোগীদেরও বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘কেউ যাতে অবৈধভাবে ক্ষমতা দখল করতে না পারে, সংবিধানে সে আইন করতে হবে।

পাশাপাশি অবৈধ ক্ষমতা দখলকারীদের যেন কেউ সহযোগীতা করতে না পারে সে আইনও থাকতে হবে। যাতে আর কোনো জিয়া, এরশাদ, মইনউদ্দিন, ফখরুদ্দিন অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে। ’

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সংবিধান- পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ সরকার ও গণজিজ্ঞাসা’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দিন বীরবিক্রম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, ইসরাফিল আলম এমপি, ফয়েজ উদ্দিন মিয়া, আব্দুল হক সবুজ প্রমুখ।

মোহাম্মদ নাসিম আরও বলেন, ওয়ান-ইলেভেন সরকার সামরিক শাসক না হলেও অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং এদের যারা সহযোগীতা করেছে সবার শাস্তি দিতে হবে। ’

তিনি বলেন, ‘বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মওদুদ আহমদ ও এমকে আনোয়ার বিভিন্ন সময়ে সামরিক শাসকের সহযোগীতা করেছে। এদেরও শাস্তি দিতে হবে। ’


স্থানীয় সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।