ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুব ইউনিয়নের নতুন সভাপতি রিয়াদ, সাধারণ সম্পাদক মাসুম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
যুব ইউনিয়নের নতুন সভাপতি রিয়াদ, সাধারণ সম্পাদক মাসুম যুব ইউনিয়নের নতুন সভাপতি রিয়াদ, সাধারণ সম্পাদক মাসুম

ঢাকা: বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজ আদনান রিয়াদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন খান আসাদুজ্জামান মাসুম। নতুন কমিটিতে আশিকুল ইসলাম জুয়েল হয়েছেন সাংগঠনিক সম্পাদক।

শবিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় রাজধানীর তোপখানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম।

যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, বাংলাদেশ যুব ইউয়িনের সাবেক সভাপতি আবদুল্লাহ কাফী রতন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

‘কর্মসংস্থান ও ভোটাধিকারের দাবিতে জেগে ওঠো তারুণ্য’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়নের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে ৩১৪ জন প্রতিনিধি অংশ নেন।  

সম্মেলনে কাউন্সিলররা শোক প্রস্তাব, কেন্দ্রীয় কমিটির রিপোর্ট, সাংগঠনিক পরিকল্পনা, অর্থ রিপোর্ট,  প্রস্তাবনা, গঠনতন্ত্র সংশোধন নিয়ে আলোচনা করেন।

এরপর রাত সাড়ে ১০টা দিকে কাউন্সিলের মাধ্যমে ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশের সময়: ০১৩৩ ঘন্টা, জুলাই ২৮, ২০১৯
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।