bangla news

‘ত্রাণ বিতরণে অবহেলা’য় ড. কামালের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৭ ৭:৩০:১৯ পিএম
ড. কামাল হোসেন (ফাইল ফটো)

ড. কামাল হোসেন (ফাইল ফটো)

ঢাকা: বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের ‘অবহেলা, উদাসীনত ‘ এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে ‘বিলম্ব ও অনিয়মের’ তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে গণফোরামের জরুরি সভায় ড. কামাল এ কথা বলেন। তিনি সভায় সভাপতিত্ব করেন।

বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়ানোর আহবান জানিয়ে ড. কামাল শিশু মৃত্যুসহ জানমালের অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন।

গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) আ ম সা আ আমিনের নেতৃত্বে একটি ত্রাণ টিম রংপুরে বন্যাদুর্গত এলাকায় রওনা দিয়েছেন বলেও সভায় জানানো হয়।

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট মহসিন রশীদ, মেসবাহউদ্দীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেজর (অব.) আমীন আহমেদ আফসারী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএইচ/এইচএ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-07-17 19:30:19