ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বরিশালে বিভাগীয় সমাবেশ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
বরিশালে বিভাগীয় সমাবেশ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি বিভাগীয় সমাবেশ উপলক্ষে দফায় দফায় সভা করেছেন বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: টানা এক বছর তিন মাস পর আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় সমাবেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ অঞ্চলে ঝিমিয়ে পড়া দলীয় রাজনীতি এ সমাবেশের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন বিএনপি কর্মীরা।

এরই মধ্যে বিভাগীয় সমাবেশ ঘিরে মাঠ পর্যায়ে জোর প্রচারণা শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশ সফল করার লক্ষ্যে আগাম প্রস্তুতি হিসেবে দফায় দফায় সভা, প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৭ এপ্রিল বরিশালে বিভাগীয় সমাবেশ করে বিএনপি। সেখানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে জোর দেওয়া হয়েছিল। সমাবেশস্থল ঘিরে বড় শোডাউনও করে বিএনপি।

এরপর ১৫ মাসেরও বেশি সময় পার হয়েছে। বিভাগের প্রতিটি জেলার নেতাকর্মীরা অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছেন। বিশেষ করে, সংসদ নির্বাচনের পর কেন্দ্রীয় ছাড়া তেমন কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এমনকি, দলীয় কার্যাললের ক্ষেত্রেও বিমুখ অনেকেই।  

বরিশালে কোনো কর্মসূচি ছাড়া নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে দেখা যায়নি। আর, দলীয় কর্মসূচিও ছিল কার্যালয় ও তৎসলগ্ন অশ্বিনী কুমার হল চত্বরের মধ্যেই সীমাবদ্ধ।  

তবে, আগামী ১৮ জুলাই বরিশাল নগরের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ ঘিরে আবার এক প্লাটফর্মে এসে দাঁড়িয়েছেন বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা। এ সমাবেশকে নিজেদের ঘুরে দাঁড়ানোর অন্যতম সুযোগ হিসেবে দেখছেন তারা। একারণে, গত শনিবার (১৩ জুলাই) মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদনের পর পরই সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে নানা প্রচার-প্রচারণা, সভা ও লিফলেট বিতরণে ব্যস্ত হয়ে পড়েন নেতাকর্মীরা।

গত মঙ্গলবারও (১৬ জুলাই) নগরে লিফলেট বিতরণ করেছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা। এসময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।

লিফলেট বিতরণ করছেন বিএনপি নেতারা।  ছবি: বাংলানিউজ

লিফলেট বিতরণ ছাড়াও চলছে জেলা ও মহানগর বিএনপির দফায় দফায় প্রস্তুতি সভা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো বেশ কয়েকটি সভা করেছে। এর ফলে, গত কয়েকদিন ধরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল নগরের সদর রোডের দলীয় কার্যালয়।

বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার বাংলানিউজকে বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। এজন্য প্রশাসনিক অনুমতি চেয়ে গত ১৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছি। তারা আমাদের আবেদন গ্রহণ করেছেন। তাছাড়া, পুলিশের পরামর্শ অনুযায়ী বরিশাল সিটি করপোরেশনেও যোগাযোগ করা হয়েছে। আমরা সমাবেশ সফল করতে লিফলেট বিতরণসহ নিয়মিত সভা-সমাবেশ করছি।  

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন বাংলানিউজকে বলেন, এ সমাবেশ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করবে। এটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোরালো করতে সহায়ক ভূমিকা রাখবে।

সমাবেশের আবেদনের বিষয়টি যাচাই-বাছাই করেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।