ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হত্যা চেষ্টা মামলায় মুন্সিগঞ্জ ছাত্রলীগ সভাপতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
হত্যা চেষ্টা মামলায় মুন্সিগঞ্জ ছাত্রলীগ সভাপতি কারাগারে

মুন্সিগঞ্জ: হত্যা চেষ্টা মামলায় মুন্সিগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ সিজিএম কোর্টের বিচারক জুলফিকার হায়াৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

মুন্সিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হেদায়েত ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে জানান, দুপুরে মামলায় হাজিরা দিতে আসেন মুন্সিগঞ্জ ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা।

পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ জুন) ফয়সাল মৃধা সদর উপজেলার চরকেওয়ারের টরকী গ্রামের রেহানা বেগমের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন।  ওই দিনই রেহানা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় হত্যা চেষ্টার মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন ফয়সাল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জুন) রাতে শহরের কাঁচাবাজার এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে মাস্টার্স পরীক্ষার কারণ দেখিয়ে অন্তর্বতীকালীন জামিন পান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।