ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এরশাদের মরদেহে নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এরশাদের মরদেহে নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহে নেতাকর্তীদের শ্রদ্ধা । ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জাতীয় (জাপা) পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রাজধানীর কাকরাইলের দলীয় কার্যালয়ে আনা হয়েছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মীরা। 

সোমবার (১৫ জুলাই) সকাল ১১টার পর কাকরাইলের দলীয় কার্যালয়ের সামনে লাশবাহী ফ্রিজার ভ্যানে তার মরদেহ আনা হয়।  

পরে  একে একে তাকে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও।  

এদিকে এরশাদের মরদেহ দেখতে সকাল থেকেই নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা দলীয় কার্যালয়ের সামনে ভিড় করেন।

উপস্থিত আছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

এদিকে পার্টির ভবিষ্যত নিয়েও নেতাকর্মীদের আলোচনা করতে শোনা গেছে। অনেকেই বলাবলি করছেন, প্রয়াত প্রেসিডেন্ট যেভাবে চেয়েছিলেন আগামী দিনেও সেভাবেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে।  লাশবাহী ফ্রিজার ভ্যানে হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ।  ছবি: জি এম মুজিবুরএ ব্যাপারে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বাংলানিউজকে বলেন, আগামীতে দল ঐক্যবদ্ধ থাকবে। এখানে গ্রুপিংয়ের কোনো অবকাশ নেই।  

‘জাতীয় পার্টিতে রওশন এরশাদ ও জিএম কাদের একই সূত্রে গাঁথা,’ বলেন তিনি।  

শ্রদ্ধা শেষে তার মরদেহ জাতীয় বাইতুল মোকাররম মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ আসর তার তৃতীয় জানাজা হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে সিএমএইচ থেকে তার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এইচএম এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর।  

দীর্ঘদিন ধরে রক্তে সংক্রমণসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রোববার বাদজোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসএমএকে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad