ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এরশাদের মৃত্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এরশাদের মৃত্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর শোক এস জয়শংকর ও হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় এক টুইটবার্তায় তিনি বলেন, আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার অবদান ও বাংলাদেশে জনকল্যাণমূলক কাজের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এরআগে, দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান হুসেইন মুহম্মদ এরশাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আগামী মঙ্গলবার (১৬ জুলাই) সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
একে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad