bangla news

এরশাদের মৃত্যুতে স্পিকারের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৭-১৪ ১:১৬:০২ পিএম
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ইনসেটে হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ইনসেটে হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১৪ জুলাই) এক বার্তায় এ শোক জানান তিনি। শোকবার্তায় স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। এছাড়া চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন।

বার্ধক্যজনিত কারণে হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে আটটায় মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকে/এইচএডি/

ক্লিক করুন, আরো পড়ুন :   শোক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-07-14 13:16:02