ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

দাবি না মানায় আমরণ অনশনে ছাত্রলীগের পদবিঞ্চতরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
দাবি না মানায় আমরণ অনশনে ছাত্রলীগের পদবিঞ্চতরা আমরণ অনশনে ছাত্রলীগের পদবিঞ্চতরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): চার দফা দাবি না মানায় এবার আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতরা।

শুক্রবার (২৮ জুন) দুপুর ২টার পর ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।

গত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে দাবি পূরণের কোনো আশ্বাস আমরা পায়নি।

বৃহস্পতিবার (২৭ জুন) সংবাদ সম্মেলন করে আমরা ২৪ ঘণ্টার সময় দিয়েছি। কোনো ধরনের অগ্রগতি না হওয়ায় আমরা আমরণ অনশন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। বিতর্কিতমুক্ত ছাত্রলীগ চাই।

আন্দোলনরতদের চারটি দাবি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ১৯টি পদ শূন্য করা হয়েছে তাদের নামপদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যাহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।