bangla news

সিরাজগঞ্জ জেলা যুবলীগ সভাপতি জুয়েল, সম্পাদক একরামুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৫ ৭:৪৪:০৭ পিএম
সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল হক

সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক একরামুল হক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল ও সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বিজয়ী হয়েছেন।

শনিবার (১৫ জুন) বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। 

ঘোষিত ফলাফলে জানা যায়, জেলা যুবলীগের ১২টি ইউনিটের ৩৭১ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে রাশেদ ইউসুফ জুয়েল ২১৩ ভোট পেয়ে বিজীয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক এমদাদ পেয়েছেন ১১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে একরামুল হক ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ১৪৭ ভোট। 

এরআগে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। 

এছাড়াও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, সংসদ সদস্য তানভীর ইমামসহ জেলা আওয়ামী লীগ নেতা, কেন্দ্রীয় যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
জিপি

ক্লিক করুন, আরো পড়ুন :   আওয়ামী লীগ যুবলীগ সিরাজগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-15 19:44:07