bangla news

না’গঞ্জে যুবদলের বিক্ষোভ-মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১৫ ৫:৩২:৩৯ পিএম
যুবদলের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

যুবদলের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ-মিছিল করেছে জেলা যুবদল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা বলতে পারতেন না’ অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের এমন বক্তব্যের প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ-মিছিল করে।

শনিবার (১৫ জুন) বিকেলে শহরের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ-মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের হকপ্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ জেলা ও বিভিন্ন থানা যুবদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৯
ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-15 17:32:39