ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

প্রতিবন্ধী খামারির পাশে ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
প্রতিবন্ধী খামারির পাশে ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জ: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছাবিলা গ্রামের শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেমের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা। 

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে নিউটন মোল্লা ১০০ হাঁস কেনার জন্য আবুল কাশেমকে ১০ হাজার টাকা সহায়তা দেন।

>>>আরও পড়ুন...৮০০ হাঁস মেরে শত্রুতার শোধ!

এরআগে, গত রোববার (০৯ জুন) শারীরিক প্রতিবন্ধী আবুল কাশেমের ৮০০ হাঁস মেরে ফেলে দুর্বৃত্তরা।

পুনরায় যাতে তিনি হাঁসের খামার গড়ে তুলতে পারেন এজন্য অর্থ সহায়তা করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নেতাকর্মীদের কাছে আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে আবুল কাশেমকে নিউটন মোল্লা অর্থ সহায়তা দেন।

নিউটন মোল্লা বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত খামারি আবুল কাশেমকে সহায়তা করতে পেরে অনেক ভালো লাগছে।

খামারি আবুল কাশেম মোল্লা বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতা নিউটন মোল্লা আমাকে ১০০ হাঁস কেনার অর্থ সহায়তা দেওয়ায় আমি অনেক খুশি হয়েছি। দোয়া করি উনি যেন আরও অনেক বড় হন।

বাংলোদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।