ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে নেতাকর্মীদের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জুন ১২, ২০১৯
কারামুক্তি দিবসে শেখ হাসিনাকে নেতাকর্মীদের শুভেচ্ছা গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরা/ছবি: পিআইডি

ঢাকা: এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হাত থেকে কারামুক্তির ১১তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলটি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১১ জুন) গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই কারাবন্দী হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় সংসদ ভবনে স্থাপিত সাব-জেলে ১১ ‍মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এসময় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল মতিন খসরু, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. হাছান মাহমুদ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দীন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হক চৌধুরী নওফেল, এসএম রেজাউল করিম, ড. আবদুস সোবহান গোলাপ, হাবিবুর রহমান সিরাজ, মির্জা আজম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও প্রধানমন্ত্রী মূখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১১, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।