bangla news

দলের এমপিদের সংসদে জোরালো ভূমিকা রাখার নির্দেশ তারেকের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৬-১০ ৯:৪২:৫১ পিএম
বিএনপির লোগো

বিএনপির লোগো

ঢাকা: জাতীয় সংসদের বাজেট অধিবেশ শুরু হচ্ছে মঙ্গলবার (১১ জুন)। এদিন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বিএনপি থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য। 

এজন্য সোমবার (১০ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে বসেন। 

ওই বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংসদের বাজেট অধিবেশনে দলের পক্ষে জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়।  

জানতে চাইলে দলের যুগ্ম-মহাসচিব সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে বলেছেন বাজেট অধিবেশনে যেন আমরা জোরালো ভূমিকা রাখি। দলীয় চেয়ারপারসনের মুক্তির বিষয়টিতো থাকছেই। দেশের সার্বিক রাজনৈতিক বিষয়েও সবাইকে কথা বলার জন্য বলেছেন।

তিনি আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়ার) মুক্তির জন্য আমরা অবশ্যই সংসদে দাঁড়িয়ে কথা বলবো। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হারুন অর রশীদ, আব্দুস সাত্তার ভূইয়া, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৯
এমএইচ/এএ

ক্লিক করুন, আরো পড়ুন :   তারেক রহমান
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-06-10 21:42:51