ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

জামায়াত নেতা রফিকুল কারাগারে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০
জামায়াত নেতা রফিকুল কারাগারে

ঢাকা: জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে রমনা ও নিউমার্কেট থানার পৃথক দুটি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রমনা থানার ফারুক হত্যা  মামলায় ৩ দিন ও নিউমার্কেট থানার ভাঙচুর ও গাড়ি পোড়ানো মামলায় ২ দিনের রিমান্ডে ছিলেন তিনি।


 
বৃহস্পতিবার নিউমার্কেট থানার মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এসএম শাহীন তাকে ২ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করে আবারও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
 
অন্যদিকে রফিকের আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ডের বিরোধীতা করে রফিকের জামিনের আবেদন করেন।

মহানগর হাকিম ইসমাইল হোসেন শুনানি শেষে রিমান্ড আবেদন ও জামিন আবেদন দুটোই নাকচ করে তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৫ আগষ্ট মিরপুরের নিজ বাসা থেকে গ্রেফতার হন রফিক।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তার বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৬টি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন বলে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান রফিকের আইনজীবী আব্দুর রাজ্জাক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত সরকারি কৌশুলি সাইফুল ইসলাম হেলাল।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।