ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাছিরনগরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগরে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাএদলের সাধারন সম্পাদক মীর মোস্তফা জালালকে বুধবার রাতে গেপ্তার করেছে পুলিশ। রাত ১২টার দিকে স্থানীয় প্রেসক্লাব এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।



নাছিরনগনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, শহরের ব্যবসায়ী সুদীপ চক্রবতীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন মীর মোস্তফা। এক পর্যায়ে চাঁদা না দিলে গুলি করে হত্যা করার হুমকি দেন তিনি। এতে সুদীপ চক্রবর্তী দ্রুত বিচার আইনে মামলা দায়ের করলে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

ব্যবসায়ী সুদীপ চক্রবর্তী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘বেশ কিছু দিন ধরে তার কাছে মীর মোস্তফা জালাল চাঁদা দাবী করে আসছিলেন। না দিলে হত্যারও হুমকি দিয়ে আসছিলেন।  

প্রাণ বাঁচাতেই জালালের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময় ১৩৪০ ঘণ্টা, ২ সেপ্টেম্বর ২০১০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad