bangla news

বগুড়া-৬ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নিকেতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৯ ৯:০২:৩০ পিএম
এসএমটি জামান নিকেতা

এসএমটি জামান নিকেতা

ঢাকা: জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএমটি জামান নিকেতা।

রোববার (১৯ মে) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়। আগামী ২৪ জুন এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৯, ২০১৯ 
এসকে/এএ

ক্লিক করুন, আরো পড়ুন :   উপ-নির্বাচন
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-19 21:02:30