bangla news

সাবেক নেতার ৪ আঙুল কেটে ফেললেন ছাত্রলীগ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৮ ৪:২৫:১৬ পিএম
আঙুল কেটে ফেলা হাত, ছবি: বাংলানিউজ

আঙুল কেটে ফেলা হাত, ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার কলারোয়া উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ও ব্যবসায়ী তুষার হোসেনের ডান হাতের চার আঙুল কেটে ফেলেছেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইস।

শ‌নিবার (১৮ মে) দুপুরে উপজেলা পৌর শহ‌রে এ ঘটনা ঘটে। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলা‌নিউজ‌কে জানান, পৌরসভার একখণ্ড জমি নিয়ে সা‌বেক ছাত্রলীগ নেতা ও তুষার ইলেকট্রনিকসের স্বত্ত্বা‌ধিকারী তুষার ও স্থানীয় মন্টুর মধ্যে বিরোধ চলছিল। সকালে উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইসের নেতৃত্বে নেতাকর্মীরা মন্টুকে ওই জমির দখল বুঝিয়ে দেন। এসময় তুষার বাধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করেন ও রামদা দি‌য়ে কুপিয়ে তার ডান হাতের চার আঙুল কেটে ফেলেন নাইস। পরে তুষারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ছাত্রলীগ সাতক্ষীরা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-18 16:25:16