bangla news

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবলীগ নেতা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৫-১৪ ৬:৪০:২৭ এএম
রেজাউল করিম রাসেল

রেজাউল করিম রাসেল

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেল (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাসেল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন।

কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন বাংলানিউজকে জানান, রাসেলের পিঠে ছুরিকাঘাতের দুইটি চিহ্ন পাওয়া গেছে। কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় কোনো অভিযোগ দেয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমএএএম/এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   ময়মনসিংহ হত্যা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-05-14 06:40:27