ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ডিএনএফ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ডিএনএফ নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশে আরও একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। নয়টি দলের সমন্বয়ে গঠিত নতুন এ রাজনৈতিক জোটের নাম ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা পাঠের মাধ্যমে ডিএনফের কার্যক্রম শুরু হয়।

সংবাদ সম্মেলনে ডিএনএফের চেয়ারম্যান বাবুল সরকার চাখারি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে।

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপরও আমাদের কিছু সমস্যা রয়েছে, য়ার মধ্যে অন্যতম সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক, বেকার সমস্যা। এসব সমস্যা সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না। এজন্য মুক্তিযুদ্ধের পক্ষের দল-মতকে এগিয়ে আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই দেশের উন্নয়নের সহযোগিতা হতে চায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির মহাসচিব হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মুখপাত্র এআরএম জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া জোটের সব শরিক দল প্রধানরা স্টিয়ারিং কমিটির সদস্য হবেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।